রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্রম ১৪৪৭
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মুত্যু
ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহে বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫৫) ও জাকির হোসেন (২৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাতে কাল বৈশাখী ঝড়ে ছেড়া তার মেরামত করতে গিয়ে শুক্রবার এই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে গ্রামবাসি অভিযোগ করেছে।আব্দুর রাজ্জাক জেলার হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃতঃ আজমত আলীর ছেলে ও জাকির হোসেন ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণ পুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ঝড়ের পর আব্দুর রাজ্জাক ছেড়া তার গুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অন্যদিকে জাকির হোসেন মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। এলাকাবাসীর অভিযোগ এই মৃত্যুর দায়ভার বিদ্যুৎ বিভাগ এড়াতে পারে না। এ ব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মোঃ ইছাহাক আলী বলেন, আমি মোবাইলে কোন সাক্ষাৎকার দিইনা আপনি আসেন। অফিসে আসেন কি জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.