ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশু সহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)শুক্রবার (২৩জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাঘাডাংঙ্গা, কুমিল্লাপাড়া, খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ২১ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটকদের মধ্যে, আটজন পুরুষ, ৭ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা সবাই ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
অন্যদিকে রাজাপুর ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল ৯০ বোতল মাদক সিরাপ ও হাতের চুড়ি কানের দুল গলার চেইন কসমেটি উদ্ধার করে। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]