বিএম সাগর হোসাইন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলায় চাউলের কার্ড ও নগদ টাকা দেওয়ার প্রলভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কথিত কর্ণেল কামরুজ্জামান ও কর্নেল আতিকুর রহমান।
একটি প্রতারক চক্র নিজেদেরকে সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের বি এন পি ও জামায়েত ইসলাম এর নিকট চাউলের কার্ড ও নগদ অর্থ প্রদান করবে বলে প্রচার করেন তারা বলেন যে, প্রতিটি কার্ডে ৪,০০০/-চার হাজার টাকা ২৫ কেজি চাউল, ৫ কেজি সয়াবিন তেল, ৫কেজি সোলার ডাল, ৫কেটি মুশড়ীর ডাল ইত্যাদি থাকবে প্রথম ১০টি ফ্রিতে পাবেন এবং পরবর্তী কার্ডের জন্য ১০০০/ করে টাকা দিতে হবে। লোভে পড়ে কয়েকটি ওয়ার্ডের বি এন পি এর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগন টাকা দিয়েছে বলে জানান। তার বলেন যে, তাদেরকে প্রথমে ১০ টি করে কার্ড ফ্রিতে দিবে বলে ১০ জনের নামের লিস্ট পাঠাতে বলে। নামের লিস্ট পাঠালে কর্নেল আতিক বলেন যদি আরো কোন অসহায় পরিবার থাকে তাহলে বলতে পারেন। কিছু অতিরিক্ত কার্ড আছে তবে এগুলো নিতে হলে প্রত্যেকে কার্ডের জন্য ৫০০/-,৬২০/- ১০০০/- টাকা করে দিতে হবে। ব্যাক্তি বিশেষ ভিন্ন ভিন্ন দাম বলেন। তবে এ বিষয়ে কাউকে জানানো যাবেনা। আপনারা কার্ডের চাউল এবং মালামাল ও নগদ টাকা গরীব ও অসহায় মানুষদের দিবেন এবং ছবি তুলে পাঠাবেন । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন প্রতারকের ফাদে পা দিয়েছেন এবং টাকা লেনেদেন করেছেন।
ঝিকরগাছা উপজেলা ২নং মাগুরা ইউনিয়ন বি এন পি এর সভাপতি মোঃ জাহিদ হাসানের নিকট বিষয়টির বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বলেন যে, ঐ প্রতারক চক্র আমার নিকট কল করেছিল এবং সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকে জানাতে বলে। আমি আমার ০৯ টি ওয়ার্ডরে সভাপতি ও সাধারন সম্পাদকদের জানায় তবে আমি বলে দিয়েছিলাম যে, কোন প্রকার টাকা লেনদেন না করতে ।
২নং মাগুরা ইউনিয়নের জামায়েত ইসলামের আমির মোঃ আনোয়ার হুসাইন এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই প্রতারক চক্র আমাকে কল করেছিল এবং একই কথা বলে তবে আমি আমার ওয়ার্ড সভাপতিদের বলে দিয়েছিলাম যে, এরা ভন্ড হতে পারে এদের সাথে যেন কোন প্রকার অর্থ লেনদেন না করে। যদি ফ্রিতে দেয় তবে নিবেন।
এ বিষয়ে গরীব অসহায় হিসাবে প্রতারক কথিত কর্নেল আতিকুর রহমানের কাছে ফোন দেন দৈনিক শিরোমনি প্রত্রিকা ঝিকরগাছা উপজেলা প্রতিনিধী বি এম সাগর হোসাইন। বি এম সাগর হোসাইনকে ও একই কথা বলেন এবং প্রতিকার্ড ৬২০/- টাকা করে ১০ টি কার্ড ৬,২০০/- জমা দিতে বলেন। বি এম সাগর হোসাইন এই প্রতারকের সকল কথা মোবাইলের মাধ্যমে রেকর্ড করেন এবং বিষয়টি নিয়ে ওয়াটসপ এর মাধ্যমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব ভুপালী সরকারকে অবগিত করলে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন থানা একটি অভিযোগ করতে এবং অভিযোগের কপি আমার নিকট দেন। আমি বিষয়টি নিয়ে কাজ করছি যে কোন ভাবে প্রতারককে ধরতে হবে। তিনি আর ও বলেন যে চাউলের কার্ড সহ সরকারি যেকোন সেবা সম্পুন্ন ফ্রিতে হয়। টাকার মাধ্যমে কোন সেবা প্রদান করা হয়না। কোন ব্যাক্তি যেনো প্রতারকের ফাদে না পড়ে।