রাজাপুর উপজেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর গ্রামের মুদি দোকানদার এনছান আলী হাওলাদার বাবুল (৬৮) ও তার প্রতিবন্ধী ছেলে তরিকুলকে পিটিয়ে জখম করাসহ দোকান ও বসতঘরে হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী এনছান আলী হাওলাদার বাবুল রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্যে অভিযোগ করে জানান, বাবুলের দোকান থেকে সৈকত পূর্বে বাকিতে মালামাল সংগ্রহ করলেও বারবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি।
নতুন করে গত ১২ জুন রাতে পুনরায় সিগারেট বাকিতে নিতে চাইলে এনছান আলী দিতে অস্বীকার করেন এবং পূর্বের বকেয়া টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। এ ঘটনার জের ধরে রাতে প্রতিপক্ষ পান্না মোল্লা ও তার ছেলে শাওন মোল্লা, সৈকত, তার স্ত্রী শিল্পীসহ কয়েকজন মিলে বাবুল তার ছেলে তরিকুলকে মারধর করে দোকান ও বসতঘরে হামলা চালায়।
হামলায় এনছান আলী ও তার প্রতিবন্ধী ছেলে তরিকুলকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। হামলায় তার স্ত্রীও আহত হন। এ সময় হামলাকারীরা স্বর্ণের চেইন, ৭০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ করেন এনছান আলী। আহতদের মধ্যে তরিকুল রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
বাবুল আরও অভিযোগ করেন, এ বিষয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে প্রতিক্ষরা তাকে ও তার আত্মীয়স¦জনদের নামে ফেসবুকে অপপ্রচার চালিয়ে তাদের সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলাচ্ছে এবং বিভিন্ন হুমকি দিচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]