রহিম রেজা,ঝালকাঠি সদর উপজেলা প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে আটক করেছে। বুধবার (২৯ মে ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটের দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকনা এলাকার হোল্ডিং নং-৪০৫, মৃত মোসলেম উদ্দিন মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় মোঃ নাফিউল ইসলাম তুর্য (১৫) নামের এক কিশোরকে আটক করা হয়। তার পরিহিত থ্রি কোয়ার্টার প্যান্টের পকেট থেকে একটি হলিউড ব্র্যান্ডের সিগারেট প্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নাফিউল জানায়, তার সঙ্গে আরও একজন কিশোর মোস্তাফিজুর রহমান তনয় (১৭) ছিল, যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ মোড় এলাকা থেকে মোস্তাফিজুর রহমান তনয়কেও আটক করা হয়।
ডিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]