জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ঝালকাঠিতে আত্মপ্রকাশ করেছে তরুণদের সৃজনশীল প্ল্যাটফর্ম ইনসাফ মঞ্চ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ, মিলাদ মাহফিল, পাঠচক্র এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী উপস্থিতদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।ইনসাফ মঞ্চের অন্যতম উদ্যোক্তা খালেদ সাইফুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে অন্যায়ের সঙ্গে আপস নয়। আর শহীদ ওসমান হাদি শিখিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠায় নির্ভীকভাবে দাঁড়াতে হয়। সেই আদর্শকে সামনে রেখেই ঝালকাঠির তরুণদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশে একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু।তিনি আরও বলেন, আমরা মনে করি প্রতিবাদ শুধু স্লোগানে সীমাবদ্ধ নয়; প্রতিবাদ মানে চিন্তার জাগরণ, নৈতিক অবস্থান এবং দায়িত্বশীল সামাজিক ভূমিকা। ইনসাফ মঞ্চ সেই দায়িত্ববোধ থেকেই তরুণদের ঐক্যবদ্ধ করতে চায়।আরেক উদ্যোক্তা নাজমুল হাসান টিটু বলেন, জুলাই বিপ্লবের পরীক্ষিত ও বিশুদ্ধ আদর্শের প্রতীক ছিলেন শহীদ ওসমান হাদি। তিনি উপলব্ধি করেছিলেন—বিদেশি আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হলে সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। ইনসাফের যে বীজ তিনি বপন করে গেছেন, এখন সেই বীজ লালন করে ফসল ঘরে তোলার সময়।তিনি ইনসাফ মঞ্চের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উদ্যোক্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও ইনসাফের বার্তা ছড়িয়ে দিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]