দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান। তিনি বাংলাদেশে যতটা চুটিয়ে কাজ করেন ততটাই ভালো কাজ করেন কলকাতার সিনেমাতেও।
গুণী এই অভিনেত্রী বাংলাদেশ ও ভারতে সমানভাবে কাজ করে চলেছেন তিনি।
জানা গেছে, আগামী ২০ আগস্ট মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিনিসুতোয়’। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর সিনেমাটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে।
এদিকে, রবিবার (১৫ আগস্ট) রাত ৯টায় উন্মুক্ত করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
এতে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া। এটি নির্মাণ করেছেন অতনু ঘোষ। একই নির্মাতার ‘রবিবার’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কারও।
জয়া আহসান প্রযোজনায় নাম লেখান ‘দেবী’ সিনেমার মাধ্যমে। প্রথম প্রযোজিত সিনেমায় বাজিমাত করেন তিনি। একের পর এক প্রথম সারির পরিচালকের সিনেমা তার ঝুলিতে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]