রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্রম ১৪৪৭
জয়পুরহাটে র্যাবের অভিযানে অপহৃত দুই শিশু ও মা উদ্ধার
নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধিঃ র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত দুই শিশু সন্তান ও তাদের মাকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা।রবিবার(২২ মে) সন্ধায় জয়পুুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান,ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যাব সদস্যরা রবিবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল এলাকা থেকে আয়শা আক্তার (২৪) এবং তার দুই শিশু আলিফ (৮) ও মীম আক্তার (৫)। আয়েশা একই উপজেলার পুরানপৈল বড় তাজপুর গ্রামের তাহাজ্জুল ইসলামের স্ত্রী।গত ২০ ই মে শুক্রবার বিকালে ওই দুই শিশু সন্তানসহ আয়েশা আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছিচলেন। পথে সন্ধ্যার পরপরই শিমুলতলী বাজার থেকে কয়েক জন সহযোগীসহ নুর মোহাম্মদ(৪০) নামে এক ব্যাক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।অপহরণের একদিন পেরিয়ে গেলে তাদের পরিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীসহ দুই শিশু সন্তানদের কোন খোঁজ না পাওয়ায় অপহরণকৃত আয়েশার স্বামী তাহাজ্জুল গতকাল ২১ মে শনিববার সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় উপস্থিত হয়ে একটি সাধারন ডায়েরী করেন।উক্ত ডায়েরীর ভিক্তিতে জয়পুুরহাট র্যাব-৫ বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকৃত দুই শিশু সন্তানসহ আয়েশাকে সদর উপজেলার পুরানাপৈল বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।কিন্তু ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টেরপেয়ে অভিযুক্ত অপহরনকারী নুর মোহাম্মদ ও তার সহযোগীদের নিয়ে পালিয়ে গেলেও। পলাতক নূর মোহাম্মদ ও তার সহযোগীদের প্রকৃত নাম ও পরিচয় সনাক্তের পাশাপাশি তাদের আটককের জন্য জয়পুুরহাট র্যাব-৫ এর সদস্যরা তাদের অভিযান অব্যাহত রেখেছে বলেও ক্যাম্প অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.