রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭
জয়পুরহাটে করোনা প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক কর্মসূচি
আমিনুর রহমান,জয়পুরহাটঃ-বৈশিক মহামারি করোনা ভাইরাস কোভিট-১৯ এর প্রকোপ দিনদিন দেশে অনেকটা কমে গিয়েছিল। তবে আবারো কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক হারে। এই অবস্থায় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জয়পুরহাট জেলা প্রশাসন
বুধবার (২৪ মার্চ) সকালে পৌর শহরের জিরো পয়েন্টে করোনা ভাইরাস সক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধাণ নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা, বাস অটোরিকশা থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জোবায়ের গালিবসহ আরো অনেকেই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.