জুড়ী উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা গ্রামে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের একাধিক ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা কয়েকটি বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে আয়াজুর রহমানের টিলা জোরপূর্বক কেটে রাস্তা নির্মাণ করেছেন তার দুই ভাই তারা হলেন মুজিবুর রহমান ও সায়েদুর রহমান।
এ বিষয়ে প্রবাসী আয়াজুর রহমানের স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী ও ছেলেরা প্রবাসে থাকার ফলে আমাদের পরিত্যক্ত টিলার মাটিকেটে জোর পূর্বক রাস্তা তৈরি করেছেন লাঠিটিলা গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে মুজিবুর রহমান ও সায়েদুর রহমান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]