‘জুলাই বিপ্লবের চেতনা আমাদের পথ চলার অনুপ্রেরণা। আমরা ক্ষমতায় যাই বা’ না যাই, জুলাই চেতনার পরিপন্থী কোন কাজ করবনা। জামায়াত ক্ষমতায় গেলে যে কোন প্রকার দুর্ণীতি, দখলবাজী, চাঁদাবাজী প্রতিরোধ করা হবে। গণমানুষের আকাঙ্খার ন্যায় ভিত্তিক সমাজিক শাসন ব্যবস্থা কায়েম করাই হবে আমাদের লক্ষ্য।’ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরের দশানী এলাকার ঐতিহ্যবাহী ধানসিঁড়ি হোটেলে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ এ কথা বলেন।তিনি আরও বলেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত ইসলামি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির এবিএম মুজিবর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান অলি, জেলা কমিটির শূরা সদস্য শাহিদুল আলম, বাগেরহাট পৌরসভার সভাপতি শামিম হাসান, বাগেরহাট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্ধ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, মো. কামরুজ্জামান, সাংবাদিক তরফদার রবিউল ইসলাম রবি, মোল্লা মাসুদ, মোল্লা আব্দুর রব, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, ইনজামামুল হক, আরিফুল ইসলাম, এস.এস সোহান, ইসরাত জাহানসহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবকর্মী। সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]