জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীরে এক জেলের জালে ধরা পড়ল প্রায় ৩ মণ ওজনের দুটি পাখি মাছ। যা স্থানীয়ভাবে ‘গোলপাতা’ বা ‘সেইল ফিশ’ মাছ নামে পরিচিত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাছ দুটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেলে খান ফিস আড়তে খোলা বাজারে ১১০ টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন। মাছ দুটি একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় পড়ে যায়।
জেলে ও আড়তদার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বাঁশখালীর আল্লাহর দান-১ নামের ট্রলারটি নিয়ে ফেরদৌস মাঝি গত এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে পাখি মাছ দুটি ধরা পড়ে। মাছ শিকার শেষে আজ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে খোলা ডাকে বিক্রি করা হয়।
ট্রলারের মাঝি ফেরদাউস জানান, মাছ দুটি একটু নরম হয়ে গেছে। অন্যথায় আরও বেশি দামে বিক্রি করা যেত।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কন, পাখিবলন ম স্থানীয়দের কাছে সেইল ফিশ বা গোলপাতা মাছ নামেও পরিচিত। মাছটি মূলত গভীর সমুদ্র থাকে।
পরিবেশ ও ঘনঘন আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। দামও নাগালের মধ্যে। উপকূলে এসব মাছের চাহিদা কম থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]