 
																
								
                                    
									
                                
শাহ আলম গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে হাবিব মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাবিব উপজেলার জাফলং আমস্বপ্ন (বিলের টিলা) গ্রামের মোস্তাক আহমদের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল হাবিব মিয়া। খেলার কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে সে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে ডোবাতে শিশু হাবিবকে দেখতে পেয়ে উদ্ধার করে জৈনান্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ সময় স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শিশুটির মৃত্যু হয়েছে।খবর পেয়ে গোয়াইনঘাট থানার এএসআই মারুফুল হাসান মুকিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু হাবিবের মৃত দেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।