রেজাউল ইসলাম, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহে মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের।
ময়মনসিংহ নগরীর জামিয়া ফয়জুর রহমান (রহ:) বড় মসজিদ মাাদ্রাসার ছাত্রদের যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, মাদ্রাসা হলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।
এর পবিত্রতা বজায় রাখা একান্ত জরুরি। নিজ মাদ্রাসার ছাত্রকে বলৎকারে অভিযুক্ত শিক্ষক মাওলানা মো: আজিজুল হককে ছাত্রদের দাবী অনুয়ায়ী স্থায়ী বহিস্কার করতে হবে।
এছাড়া, জামিয়া ফয়জুর রহমান (রহ:)বড় মসজিদ মাাদ্রাসা ময়মনসিংহ অঞ্চলের একটি প্রসিদ্ধ মাদ্রাসা। এর সাথে ময়মনসিংহ অঞ্চলের মানসম্মান ও গৌরব জড়িত।
এই মাদ্রাসায় বলৎকারের মত চরম ঘৃণিত অপকর্ম কখনোই কাম্য নয় এবং বলৎকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়াও উচিত নয়।