এরশাদ রানা,চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধিঃসরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
রবিবার (০১ই জুন) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরকার বিরোধী লেখালেখির অভিযোগও রয়েছে।
সে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর সদরের বৈদ্দ্যরখিল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ।ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, সরকার বিরোধী কর্মকান্ডে কুমিল্লার আ’লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রেফতারকৃত শাহিন।
চৌদ্দগ্রামে যে কোন সময়ে নাশকতা করতে পারে এমন আশংকা থেকে তাকে আটক করে রবিবার রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]