চুয়াডাঙ্গা শহরের ওজোপাডিকোর পুরাতন দোতালা ভবনের কক্ষ থেকে সাগর নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ৩২ বছর বয়সী সাগর কুষ্টিয়া জেলার পোড়াদহ বাজারপাড়া এলাকার আনোয়ার খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় এলাকার ওজোপাডিকোর দোতালা পুরাতন ভবনের পরিত্যক্ত কক্ষে একটি অর্ধ গলিত লাশ দেখে এলাকাবাসী চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের খবর দেয়। খবর পেয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]