আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২৫ (একশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়ীয়া প্রাইমারী স্কুলপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ভাংবাড়ীয়া প্রাইমারী স্কুলপাড়াস্থ ধৃত ১নং আসামী মোঃ উজ্জল বিশ্বাসের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১২৫ গ্রাম গাঁজাসহ দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো— ১। মোঃ উজ্জল বিশ্বাস (৪২), পিতা- মৃত রামজেদ আলী, মাতা- রাবিয়া খাতুন, সাং- ভাংবাড়ীয়া (প্রাইমারী স্কুলপাড়া) ২। মোঃ অনিক (২৪), পিতা- মৃত আজিবার রহমান, মাতা- ফুলমালা খাতুন, সাং- নগরবোয়ালিয়া (গোরস্থানপাড়া) উভয়েই আলমডাঙ্গা থানা, জেলা- চুয়াডাঙ্গার বাসিন্দা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]