
মাত্র ১০ মিনিটের জন্য চুয়াডাঙ্গায় জরিমানা গুনলেন ধানের শীষের প্রচারকারী এক ব্যক্তি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে এ জরিমানা করা হয়।দণ্ডিত হাসান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে। বেলা ১টা ৫০ মিনিটে মাইকে প্রচারের সময় তাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আচরণবিধি অনুযায়ী বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহার করা যাবে; কিন্তু চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামানের ধানের শীষের পক্ষে একটি মাইক প্রচার-প্রচারণা শুরু করে বেলা ১টা ৫০ মিনিটে। এ কারণে সদর উপজেলার পিটিআই মোড়ে নির্ধারিত সময়ের আগেই মাইকে প্রচার চালানোর অপরাধে হাসান আলীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম দুই হাজার টাকা জরিমানা করেন।