পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় ঝিনাইদহ থেকে মোটরসাইকেল চালিয়ে নিজবাড়ী চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামে ফিরছিলেন কাঠমিস্ত্রী জাহিদুল ইসলাম। এসময় চারমাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লাটাহাম্বারের (গরু বহনের জন্য শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান) সাথে সজোরে ধাক্কা লাগে। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে জাহিদুল ইসলাম।
পরে স্থানীয়রা জাহিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]