চীনের একটি আবাসিক এলাকায় গ্যাস পাইপ বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন।
রবিবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় হুবেই প্রদেশের শিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিএনএন জানায়, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ১৪৪ জনকে নিরাপেদে সরিয়ে নেয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোণে হতাহতের পাশাপাশি ধ্বংস্তুপে অনেকে আটকে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিধ্বস্ত ঘড়বাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিস্ফারণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications