মো: মোহাইমনেউল (স্বপন) চারঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চারঘাট উপজেলার বালুদিয়াড় টেকনিক্যাল এ্যান্ড বি.এম কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আমিন (মুকুল) তৃতীয় বারের মত সাময়িক বহিস্কার হলেন। অত্র কলেজের ২০২০-২০২১ অর্থ বছরের এইচ.এস.সি পরিক্ষার ফরম পূরনের ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা ব্যাংকে জমা না দিয়ে সেই টাকা নিজের কাজে ব্যবহার করেছেন। তাছাড়া সরকার কর্তৃক উপবৃত্তির টাকা করে দেয়া হবে বলে প্রত্যাক ছাত্র-ছাত্রীর নিকট হতে ৫০০/- (পাঁচশত) টাকা করে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে। ইতি পূর্বে কলেজের গাছ কাওকে না জানিয়ে কেটে বিক্রয় করে সমস্ত টাকা আত্বসাত করার অপরাধে ও কলেজের নানা রকম দূর্নীতির ও অনিয়োম এর জন্য দুইবার সাময়িক বহিস্কার হয়। এবার দিয়ে অধ্যক্ষ মোঃ মুকুল আলী তৃতীয় বারের মত সাময়িক বহিস্কার হলেন।