চাটমোহর পাবনা প্রতিনিধি: ধান কাটার ধারালো কাঁচি দিয়ে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা।
রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রফেজা ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর কাছে তালাক পাওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতেই বসবাস করে আসছিলেন রফেজা খাতুন। দীর্ঘদিন ধরে অসুস্থ্যতা জনিত কারণে শয্যাশায়ী ছিলেন তিনি।
রোববার বেলা দু’টার দিকে রফেজা খাতুনের গোঙানীর শব্দ পেয়ে অন্য ঘরে থাকা ছেলে বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রফেজা খাতুনের গলা কাটা এবং ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্ত। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা অবস্থায় এক পর্যায়ে মারা যান রফেজা খাতুন। মৃতদেহের পাশেই পড়ে ছিল রক্তমাখা ধারালো ধান কাটার কাঁচি।
স্বজনরা জানান, রোগ যন্ত্রণায় দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রফেজা খাতুন। এর আগেও একবার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেছিলেন। সেইবার প্রাণে বাঁচলেও এবার নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, রফেজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]