গৌড় ব্যানার্জী, চাটমোহর উপজেলা প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে ভূমিসেবা জনসাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পাবনা জেলার বৃহত্তর চাটমোহর উপজেলায় উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
আজ রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,মুসা নাসের চৌধুরী। এরআগে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
এর পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিউর রহমান,নির্বাচন অফিসার মোঃ সাজ্জাদ হোসেন,কানুনগো মন্মথ সরকার,নাজির বাবুল আকতারসহ উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,মেলায় রেজিস্ট্রেশন,ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ,অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি,ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে জনসাধারণকে সচেতন করা হবে। আগামীকাল মঙ্গলবার (২৭ মে) মেলা শেষ হবে।