চাঁপাইনবাবগঞ্জ থেকে মো: মেসবাউল হক:চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে ছাগল ধরে নিয়ে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্যকে আটক করেছে গ্রামবাসি।
পরে তাকে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির কাছে সোপর্দ করা হয়। আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গনেশ। তিনি ভারতীয় নূরপুর বিএসএফ ক্যাম্পের সদস্য।
আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
এনিয়ে বিজিবির পক্ষে বক্তব্য না পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেনজির আহমেদ।
বেনজির আহমেদ বলেন,জোহরপুর বিজিবি ক্যাম্পের সীমান্ত পিলার ১৯ এর ৫ এস এর সামনে বাংলাদেশী এক গরুর রাখালকে ধাওয়া করে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।
বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে আটক শ্রী গনেশ। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ৫৩ বর্ডারগার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকুর মুঠোফোনে কল দেয়া হলে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রেস নোট পাঠানো হবে এমনটাই জানানো হয়।
Notifications