রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মহর্রম ১৪৪৭
চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক তালেবুন নবী আর নেই
আশফাকুর রহমান রাসেল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ডিএম তালেবুন নবী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের ইসলামপুরের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বেশকিছু দিন থেকে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। অসুস্থতা বাড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে নিয়ে আসার পরের দিন মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান।
সাংবাদিক তালেবুন নবী দৈনিক জনকণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সাপ্তাহিক ‘চাঁপাই সংবাদ’ নামে একটি পত্রিকার সম্পাদনাও করতেন তিনি। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.