চাঁদপুর জেলা থেকে ( ওমর ফারুক) : চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, সাংবাদিকতার নীতিমালা মেনে চলা প্রয়োজন। একজন সাংবাদিক ইচ্ছে করলেই তার টাইমলাইনে যে কোন তথ্য পোস্ট করতে পারেন না। তাকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। নারী ভিকটিমদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার নাম পরিচয় পোপন রাখতে হয়। সাধারণ মানুষ একজন সাংবাদিককে অনুসরণ করে এবং তার তথ্যকে নির্ভরশীল ও সত্য মনে করে।
একেবারে উপজেলা পর্যায়ে সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে এমন প্রশিক্ষণ আয়োজন করায় সমিতি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি সাংবাদিকদের জন্য আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে আরো গুরুত্ব দিবেন বরে বক্তব্য তুলে ধরেন।
উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের
Notifications