রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭
চাঁদপুরে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্রাহ্মনবাড়িয়া
সোমবার (১৪ নভেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা ক্রিকেটে ভালো করছি। এদের মধ্য থেকে ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবু নাছের বাচ্চু পাটওয়ারী, রংপুর ডিভিশন কোচ মাসুদ পারভেজ রাজন, বিসিবি নিয়ন্ত্রিত জেলা ক্রিকেট একাডেমির প্রশিক্ষক শামিম ফারুকী এসময় উপস্থিত ছিলেন।
খেলায় সিলেট জেলা দল প্রথমে খেলতে নেমে ৪৪ ওভারে ১১২ রান করে। পরে ব্রাক্ষ্মনবাড়িয়া ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছে যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.