আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের আফাজ মিস্ত্রির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন তালুকদার। তিনি সন্ত্রাসবিরোধী আইনে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াত ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ। এতে অ্যাডমিন হিসেবে কাজ করত জাহাঙ্গীর হোসেন তালুকদার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]