রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১২ জানুয়ারি ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২ | ২২ রজব ১৪৪৭
চরফ্যাশনে বিএনপির নির্বাচনী দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত
জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরফ্যাশন উপজেলার ৯নং চরমানিকা ইউনিয়নে গঠিত নির্বাচনীয় ভোট চাওয়া ওয়ার্ড কমিটি গুলোকে একত্র করে দিকনির্দেশনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে। স্থান দক্ষিন আইচা সৌদি হাসপাতাল গ্রাউন্ডে।
সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির নারী ও পুরুষ সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ চরফ্যাশন উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
ভোট চাওয়া কমিটির সদস্যদের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান সহ ভোট চাওয়ার উপর দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপির সভাপতি ইমাম হোসেন গাজী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.