মোঃ সুমন,রাঙ্গামাটি জেলার বঙ্গালহালিয়া ও চন্দ্রঘোনা প্রধান সড়কে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানান গেছে। ১৯ শে আগষ্ট শুক্রবার বিকাল ৪ ঘঠিকার সময় চন্দ্রঘোনা মতিপাড়া থেকে বাঙ্গালহালিয়া আসার পথে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মতাপাড়ার মংচাপ্রু মারমার ছেলে সুইচামং মারমা (৩৫) ঘটনাস্থলে নিহত হন। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন দূর্ঘটনা কবলিত এলাকা থেকে লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আশা হয়েছে বলে জানান। তদন্ত সাপেক্ষে লাশ ময়নাতদন্ত শেষে প্রয়োজন ব্যাবস্তা গ্ৰহন করা হবে বলে জানান।