
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরায় গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মো. সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। তারা সম্পর্কে ভাই এবং মৃত আবুল বশরের ছেলে। তাদের বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ি এলাকায়।সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের দিকনির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে বেঙ্গুরা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে সেনাসদস্যরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সেনাসদস্যদের তৎপরতা ও চতুর্মুখী কৌশলে তারা পালাতে ব্যর্থ হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।