চট্টগ্রামের আনোয়ারায় ১০টি চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি মো. সোহেল প্রকাশ ওরফে ট্যাটো সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আনোয়ারার কান্দরিয়া খালের ওপর স্লুইসগেট নির্মাণ কাজ শুরু করার পর থেকে মো. সোহেল এবং তার দলবল ঘটনাস্থলে এসে ঠিকাদার থেকে ২৫ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছে। গত ৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং নিয়োজিত শ্রমিকদের মারধর করে। পরে ঠিকাদারের প্রতিনিধি মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল এবং মো. হাছানসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, সোহেলের বিরুদ্ধে ১০টিরও অধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]