রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার নিম্মাঞ্চল প্লাবিত
নোয়াখালী প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। সে সাথে নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে ৪ গ্রাম। এর মধ্যে মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, বান্দাখালী গ্রাম ও মুন্সি গ্রাম ৩-৪ফুট পানির নিচে তুলিয়ে গেছে বলে জানান নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেপায়েত উদ্দিন।এছাড়াও হরণী ও চানন্দী ইউনিয়নে,ট্যাংকি, চেয়ারম্যান ঘাট চতলা,সুইজ গেইট,মিয়াজি সমাজ,সাহাব উদ্দিন,মীর সমাজ,শান্তিপুর, কেয়ারিং চর ভূমিহীন বাজার এলাকা ক্ষয় ক্ষতি পরিমাণ বেশী।প্লাাবিত হওয়া এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, গো খাদ্য। অনেক এলাকায় মানুষের কাচা ঘরবাড়িও ভেসে যেতে দেখা যায়।হাতিয়া উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতের জোয়ারে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ১৮১ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে, দুর্গত মানুষদেকে দ্রুত সেল্টারে নিয়ে আসা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.