নাজমুল হোসেন গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দে ২য় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ করা মামলায় মোঃ বকুল সরদার (৩৯) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে গোয়ালন্দ ফেরিঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ বকুল সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের বদর উদ্দিন সরদারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বুধবার দুপুর ২ টার দিকে শিশুটিকে প্রতারনা করে সিদ্দিক কাজী পাড়া মসজিদের পাশে পতিত জমিতে থাকা প্লাষ্টিকের বস্তার আড়ালে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ঘটনার শিকার শিশুটি ভয়ে কাউকে বিষয়টি বলেনি। শিশুটির মা প্রতিবেশী মহিলার মাধ্যমে ঘটনাটি জানতে পেরে শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে গোয়ালন্দ থানায় এজাহার দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মামলা রুজুর পর শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। শিশুটিকে মেডিকেল পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]