নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার ২৪ শে আগষ্ট ২০২২ খ্রিঃ ভোর রাত ৪.১০ দিকে গোয়ালন্দঘাট থানাধীন বাহির চর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার আলম মোল্লা (৫৫) এর পরিত্যক্ত খাবার হোটেলের উত্তর পাশে কাশফুলের ঝোপের মধ্যে থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে ৪জন সদস্য গ্রেফতার আটককৃতরা হলো, লোকমান মন্ডল (৩৫), পিতা-মৃত হযরত আলী মন্ডল, সাং-উম্বার কাজীর পাড়া, বাবু ফকির (২৮), পিতা-মৃত ওহেদ ফকির, সাং-বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া, গেদা মৃধা (৪৫), পিতা-জব্বার মৃধা, সাং-উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া, সর্ব থানা-গোয়ালন্দঘাট, মোঃ হেলাল শেখ (২৭), পিতা-মোঃ দুলাল শেখ, মাতা-মোছাঃ সীমা বেগম, সাং-গৌরীপুর গোয়ালন্দ মোড়, থানা-রাজবাড়ী সদর, সর্ব জেলা-রাজবাড়ীদেরকে (১) একটি লোহার তৈরি চাপাতি, যাহা লম্বা অনুমান ১৫ ইঞ্চি, (২) একটি স্টীলের চাকু, যাহা লম্বা অনুমান ০৯ ইঞ্চি, (৩) একটি স্টীলের এসএস পাইপ, যাহা লম্বা অনুমান ৩০ ইঞ্চি সহ গ্রেফতার করেন। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান,এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৩, তারিখ-২৪/০৮/২০২২ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ রুজু করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]