নাজমুল হোসেন রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীর তীরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান। এ সময় গোয়ালন্দ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এ সময় ৪ কিঃ মিঃ ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এসব ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীর পাড়ে বিভিন্ন স্পটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রয় করেছেন স্থানীয় বালু ব্যবসায়ীরা। এসব ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান,স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী সুয়োগ বুঝে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। আমরা এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার পাইপ ও মেশিন ধ্বংস করেছি।অবৈধ ড্রেজিং এর সাথে সংশ্লিষ্টদের তালিকা হচ্ছে। শীঘ্রই নিয়মিত মামলা দায়ের হবে। অভিযান নিয়মিত চলবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]