 
																
								
                                    
									
                                
নাজমুল হোসেন,রাজবাড়ি জেলা প্রতিনিধিঃকবি সুভাষচন্দ্র মুখোপাধ্যায়ের কথায় ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত শান বাঁধানো ফুটপাতে পাথরের পা ডুবিয়ে কাঠখোট্টা গাছ, কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত সত্যিই আজ পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন শীতের স্নিগ্ধতা ভুলিয়ে আবহমান বাংলার প্রকৃতিতে আজ ফাল্গুনের ছোঁয়া আগুন রাঙা বসন্তের সুর।গাছে গাছে ফুটবে রক্ত শিমুল পলাশ কৃষ্ণচূড়া রাঁধা চূড়া। রাজবাড়ীর গোয়ালন্দের অন্যতম বিদ্যাপীঠ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ বটতলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে পালন করা হয়েছে বসন্ত বরণ উৎসব।বুধবার বিকেল তিনটায় দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান রাত ৮ টা সমাপ্তি হয়।সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ শাখার সভাপতি গণেশ চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার জ্যোতি বিকাশ চন্দ্র , গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত)উত্তম কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ কে এম মুহিত হীরা, গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, যুগ্ন সাধারন সম্পাদক ফকির আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা শিল্পকলা একাডেমী ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শরীফ ইসলাম প্রমুখ।বসন্ত বরণ উৎসবের গোয়ালন্দের স্থানীয় শিল্পী বৃন্দরা সংগীত পরিবেশন করেন।