নাজমুল হোসেন রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় চলছে হিন্দু সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রস্তুতি।আগামী ইংরেজি ১লা অক্টোবর ১৬ই আশ্বিন ১৪২৯ বাংলা তারিখে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মায়ের আরাধনা।
এ উপলক্ষে মন্দিরে মন্দিরে খড় কুটো কাঠ-বাঁশ, পাটের সুতলি দিয়ে মূর্তি বানানোর পর সম্পন্ন করা হয়েছে মাটির প্রলেপে।অনেক অনেক মন্দিরে চলছে মূর্তি শুকানোর কাজ।
মূর্তি সম্পূর্ণ শুকনো হয়ে গেলে নানান বাহারি রংয়ের ছোঁয়ায় সাজানো হবে দূর্গা মাকে, এমনটাই জানিয়েছেন গোয়ালন্দ উপজেলার হরিজন পল্লীর মন্দিরের দুর্গা গড়ার কারিগর বাবলু পাল।
এ ছাড়াও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গ্রামের পাড়ায় মহল্লায় গঞ্জে বইতে শুরু করেছে সাজসাজ রব ঘরে ঘরে চসেছে পিঠা পুলি খৈ,নারিকেলের নারু, মুড়ি মুওয়া তৈরীর আয়োজন।
কেউবা প্রস্তুতি নিচ্ছেন নতুন পোশাক ও আসবাবপত্র ক্রয়ের কাজ। সব মিলিয়ে পুরো উপজেলায় বইতে শুরু করেছে আনন্দ মুখর পরিবেশ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বাবু বিপ্লব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দৈনিক শিরোমণির প্রতিবেদক কে বলেন,
এ বছর প্রায়(২২টি) মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো প্রস্তুতিমূলক সভার আহ্বান করেননি।
দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]