নাজমুল হোসেন রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে সার পাচারের অভিযোগে রাসায়নিক সার বিপন্নকারী প্রতিষ্ঠান মেসার্স খন্দকার ফারুককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬ ঘটিকায় দিয়ে অভিযান চালিয়ে
গোয়ালন্দ বাজারের সার ডিলার নিয়ম বহির্ভূতভাবে উপজেলার বাইরে অন্যত্র সার পাচারকাল হাতেনাতে ৪০ বস্তা ইউরিয়া সার সহ ডিলারকে আটক করা হয়। এর সময় মেসার্স খন্দকার ফারুক নামে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খন্দকার ফারুক হোসেন কে ভ্রাম্যমান আদালত আইনে ২০০৯ এর তফসিল ভুক্ত অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০০০০ টাকা(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। প্রকৃত কৃষকের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমাদানের আদেশ দেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, স্যার নিয়ে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]