২৩শে অক্টোবর বরিবার দুপুরবেলা গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দৌলতদিয়ার কার্যালয়ে অসহায় দুস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার জন্য কম্পিউটার উপহার দিয়েছে এ মানবিক সংগঠন ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আসিফ প্রিন্স চেয়ারম্যান সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোঃ তাইজউদ্দিন নির্বাহী পরিচালক সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোঃ আবুল আমিন সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রতন শেখ,সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ,সহ-সভাপতি সাঈদ মন্ডল, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিদ্দিক সরদার, রাকিবুল ইসলাম প্রধান সমন্বয়কারী, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী খাঁ, এস এম হোসাইন সদস্য প্রমুখ ।
সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর চেয়ারম্যান আসিফ প্রিন্স বলেন, আমরা গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে কম্পিউটার উপহার দিলাম । এর পরে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলবো।
গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সংস্থার বিভিন্ন প্রতিবন্ধী জীবন পরিচালনার জন্য ভিক্ষাবৃত্তি করে থাকেন। ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে আমাদের জীবন সংসার চালানোর জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ চাই। আমাদের ক্ষুদ্র শিল্পায়নের প্রশিক্ষণ দেয়া হোক বা খামার পরিচালনার প্রশিক্ষণ দেয়া হোক। সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংগঠন কে ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য।