রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ৯ মহর্রম ১৪৪৭
গোয়ালন্দে পঞ্চম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছোট ভাকলা ইউনিয়নের বড় ভাকলা গ্রামে সোমবার আনুমানিক দশটার দিকে রাতুল (১১) এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। রাতুল গার্মেন্টস কর্মীর মোবারক হোসেনের ছেলে সে বাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র। ছোট ভাকলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার তোরাব আলী শেখ জানান, রাতুলের ফুফু রাজবাড়ী শহরে যাচ্ছিল মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে সে সময় রাতুল বায়না ধরে তার ফুফুর সাথে রাজবাড়ী যাবে। কিন্তু রাতুলের মা রাতুলকে রাজবাড়িতে যেতে নিষেধ করে সেই অভিমানে পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছাত্র রাতুল ঘরের ভিতর গিয়ে দরজা জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।থানা সূত্রে জানা যায় এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় অপম মৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.