নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু(ভাতিজি)কে ধর্ষণ চেষ্টায় অভিযোগে দক্ষিণ উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত্যু নায়েব আলীর বেপারীর ছেলে, বর্তমানে গোয়ালন্দ বাজারে টাইলসের ব্যবসা করেন ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ আবুল কাশেম (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ৯৯৯ তে ফোন করে স্থানীয় লোকজন ও শিশুটি বাবা মা তাকে পুলিশের সোপর্দ করে। গোয়ালন্দ ঘাট থানার এজাহার সূত্রে জানা যায় বাদী রেজা (৪২)ও বিবাদী আবুল কাশেম তার চাচাতো ভাই। এই সূত্রে তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করে ঘটনার দিন মোঃ রেজা (৪২)ও তার স্ত্রী আশা খাতুন(৩৭)পাশের বাড়িতে অন্য চাচাতো ভাই তুহিনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে রায়। এই সুযোগে তাহার শিশু কন্যা নাবিলাকে মোবাইলে গেমস দেখানোর কথা বলে তার ঘরে নিয়ে যায় আসামি আবুল কাশেম। এ সময় তাকে ধর্ষন চেষ্টা করতে গেলে মেয়েটি চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসে ।এরপর শিশুটি তার মা বাবা বাড়িতে আসলে ঘটনা তাদের কে জানায়। এ সময় আসামি বাড়িতে না থাকায় তারা আসামি বাড়িতে আসার জন্য অপেক্ষা করে গভীর রাতে সে বাড়িতে আসলে আসামির সাথে মেয়েটির বাবা-মা কথা বলেন সে ঘটনাটি সত্য স্বীকার করে এবং ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। তখন মেয়েটির বাবা-মা ও স্থানীয় লোকজন তাকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার পুলিশ জানায়, শুক্রবার মোবাইলে ফোনে গেমস দেখানোর কথা বলে আবুল কাশেম শিশুটিকে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় । এই ঘটনা আজ ২০/০৮/ ২০২২ তারিখে শিশুর বাবা বাদী হয়ে আবুল কাশেম কে অভিযুক্ত করে গোয়ালন্দঘাট থানায় ধারা ৯(৪))খ)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনা থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।