নাজমুল হোসেন রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ গোয়ালন্দঘাট থানা এলাকা হতে নিখোঁজ শিশু আল আমিনকে উদ্ধার। অপহরণ নয়,স্বেচ্ছায় বাড়ি ছেড়ে ছিলেন আলামিন পুলিশের প্রচেষ্টায় উদ্ধার। গত ০৪/১০/২০২২ তারিখ বিকাল অনুমান ঘটিকার খেলতে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। এ সংক্রান্তে শিশুটির মা মোছাঃ নারগীস খাতুন (৩৮), স্বামী- মোঃ নুরুল ইসলাম, সাং- উজানচর দুদুখান পাড়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী থানায় আসিয়া জিডি নং- ২৭৪, তাং-০৭/১০/২০২২ মূলে একটি নিখোঁজ জিডি করলে জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ গোয়ালন্দঘাট থানার নির্দেশে এস আই হাসানুল বান্না সাগর এর নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস টিম মাঠে নামে। অনুসন্ধানে দেখা যায় শিশুটির স্কুলের শিক্ষক তার ফেসবুকে হারিয়ে যাওয়ার একটি স্ট্যাটাস দিলে একটি প্রতারকচক্র টাকা হাতিয়ে নেবার জন্য অপহরণের নাটক সাজিয়ে শিশুটির অভিভাবকদের নিকট ৫০ হাজার টাকা দাবি করে৷ শুরু থেকেই অপহরণের বিষয়টি সন্দেহ জনক হওয়ায় জেলা পুলিশের বিভিন্ন টিম পুরো জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে ০৯/১০/২০২২ খ্রিঃ তারিখ বিকেল ৫:০০ ঘটিকার সময় রাজবাড়ী সদরের কাজী হেদায়েত হোসেনে স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকালীন তাকে পাওয়া যায়। শিশুটিকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান ,শিশুটি ফুটবল খেলতে খুব পছন্দ করে কিন্তু তার পরিবার তাকে ফুটবল খেলতে বাধা দেয়। এ কারণে শিশুটি পালিয়ে বাসা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ফুটবল খেলে বেড়াচ্ছিল এবং রাতে রাজবাড়ী রেল ষ্টেশনে ঘুমাত মর্মে জানা যায়। প্রতারক চক্রটিকে ধরতে অভিযান চলমান রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]