গাইবান্ধা জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালু উত্তোলনের গর্তে
পড়ে সোনাভানু বেগম (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার
সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া খেয়া ঘাট
এলাকায় এ ঘটে। নিহত সোনাভানু বেগম উপজেলার মথুরাপুর হঠাৎ পাড়া গ্রামের মৃত
নইবার রহমান স্ত্রী। এলাকাবাসী বলেন, বৃহস্পতিবার সকালে সোনাভানু তার মেয়ের বাড়ি
জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে করতোয়া নদীর পানি কমে যাওয়ায় পায়ে হেঁটে
নদী পার হচ্ছিলেন। এসময় বালু তোলা গভীর গর্তে পড়ে ডুবে যান। এতে তার নাকে মুখে
পানি ও বালি ঢুকে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যুহয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications