বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন শাখার সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. মোবারক হোসেনকে সভাপতি ও মো. আনোয়ার হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন সম্মেলনের প্রধান অতিথি ও বিসিডিএস গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফুল কবীর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রিপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ-সম্পাদক মো. আল আমিন, প্রচার সম্পাদক মো. আলফাজ, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় চাতুটিয়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন বিসিডিএস-এর সিনিয়র সহসভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম টিটু, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মোগল এবং নগদা শিমলা ইউনিয়ন শাখার সভাপতি মো. আসাদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. হান্নান মিয়া।
বক্তারা বলেন, বিসিডিএস হলো সরকার অনুমোদিত ওষুধ ব্যবসায়ীদের একমাত্র সংগঠন। তাই সংগঠনের সকল সদস্যকে দ্রুত ড্রাগ লাইসেন্স গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পিকনিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]