মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন সেনের মাকুল্যা গ্রামের আলী আকবরের পুত্র মো. সেলিম (৩৩) ও দক্ষিণ গোপালপুর গ্রামের ভিষা সিকদারের পুত্র সবুজ মিয়া (১৯)
বৃহস্পতিবার (২৭জুলাই) আক্রান্তদের সাথে কথা বলে জানা যায়, সবুজ মিয়া গাজীপুরে কোনাবাড়ীতে পোশাক কারখানায় কর্মরত ও মো. সেলিম ঢাকার সায়েদাবাদে রিকশা চালাতেন। জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা।
হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ঢাকা ফেরৎ রোগীর সংখ্যা বাড়ছে। গুরুতরদের রেফার্ড করা হয়েছে, চিকিৎসা শেষে ইতিমধ্যেই সুস্থ হয়ে পাঁচজন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিম আল রাজি সত্যতা নিশ্চিত করে বলেন, ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে, কেবিনে মশারি টাঙিয়ে দেয়া হয়েছে। চিকিৎসকরা নিয়মিত আক্রান্তদের খোঁজ নিচ্ছেন, সেবার কোন ঘাটতি রাখা হচ্ছে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]