
বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
টাংগাইল জেলার গোপালপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামায়াতে যোগ দেওয়া ১৪৩ জন নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর গোপালপুর উপজেলা শাখা।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীরা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার। উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফরহাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাংগাইল–২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, উপজেলা সেক্রেটারি মো. ইদ্রিস হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. গোলাম মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।