মো. রুবেল আহমেদ ( বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায়। তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের, জোতবাগল পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত ওয়াজ মাহফিলে দোয়া পরিচালনা করেন। অর্জুনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান। উক্ত ওয়াজ মাহফিলে আব্দুস সালাম পিন্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। মসজিদের উন্নয়নের জন্য অতিথিদের পক্ষ থেকে ৫০হাজার টাকা প্রদান করা হয়।
এসময় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খান তারেক, শহর বিএনপির সম্মানিত সদস্য মাসুদুর রহমান তালুকদার মাসুদ, গোপালপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. আলাউদ্দিনসহ, বিএনপি নেতা আয়নাল মাষ্টারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ূন কবীরের সভাপতিত্বে, মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি আহসান হাবীব আরিফী, গাজীপুর।
Notifications