মোঃ ইমরান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাট্টাইধোবা গ্রামের গৃহবধু মনিকা বেগম (২৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে কাশিয়ানী থানা পুলিশ।নিহত মনিকা বেগমের বাবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে। গত শনিবার রাতে গৃহবধু মনিকা বেগমকে হত্যা করে নিহতের স্বামী হাসিব মুন্সি ও তার পরিবার। গৃহবধু তিন মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানায় নিহত মনিকা বেগমের পরিবার।
নিহত মনিকা বেগমের ভাই মো: জিয়াউর রহমান ও চাচা মো: মনিরুল ইসলাম তুষার বলেন, আমার দুলাভাই বিদেশে যাওয়ার জন্য টাকা চায় আমাদের কাছে। আমরা দরিদ্র পরিবার বলে তাকে টাকা দিতে পারি নাই। এজন্য আমার বোনকে টাকার জন্য প্রায়ই মারপিট করতো আমার দুলাভাই হাসিব মুন্সি ও তার পরিবার। তিনি আরও বলেন গত রাত সাড়ে ৯টায় আমার বোন আমাকে ফোন করে বলে ভাই ওরা আমাকে অনেক মারছে, আমি মনে হয় বাচবো না। এই খবর পেয়ে আমরা দ্রুত কাশিয়ানী থানায় যাই এবং কাশিয়ানী থানা পুলিশ সংগে করে নিয়ে ভাট্টাইধোবা গ্রামে বোনের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি আমার বোন মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছে।কাশিয়ানী থানার তদন্ত কর্মকর্তা ইরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]