মুন্সী মেহেদী হাসান, দৈনিক শিরোমণি ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ ফুলতলার খানজাহান আলী থানাধীন গিলাতলা ঐতিহ্যেবাহী স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসা" পরিচালনা কমিটির সভাপতি পদে- শেখ সেলিম হোসেন নির্বাচিত হয়েছেন। ১৯ আগষ্ট মঙ্গলবার জাহানাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন গিলাতলা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।
ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ ওবায়দুল হকের সভাপতিত্বে অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে এক রুদ্ধদার বৈঠক শেষে নির্বাচিত সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ভোটে গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসার দাতা এবং প্রতিষ্ঠাতা মরহুম শেখ আব্দুর রউফ এর সুযোগ্য ভাতিজা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ সেলিম হোসেন কে সভাপতি নির্বাচিত করা হয়।
অপরদিকে সেলিম সভাপতি নির্বাচিত হওয়ায় সমগ্র এলাকাজুড়ে আনন্দমূখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।
এসময় মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও বিএনপি নেতা শেখ হারুন অর রশিদ বলেন, আমরা সব সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের সমৃদ্ধি নিয়ে কাজ করেছি। সকলে মিলে সেলিমকে সভাপতি নির্বাচিত করা হয়েছে, আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে সভাপতিকে সার্বিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এবিষয়ে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান নব- নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকাবাসীর চাওয়ার প্রতিফলন ঘটেছে সেলিম শেখ নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানটি সমৃদ্ধি হোক এবং শিক্ষায় প্রতিষ্ঠানটি দেশ সেরা হয়ে উঠুক। এছাড়াও প্রতিষ্ঠানের সকল উন্নতিতে নব- নির্বাচিত সভাপতির ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং কমিটির অন্য সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নব-নির্বাচিত সভাপতি মোঃ সেলিম শেখ উপস্থিত সকলের প্রতি, মাদ্রাসা কমিটির প্রতি এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার উপর অর্পিত দ্বায়িত্ব আমি যথাযথ নিষ্ঠার সাথে পালন করব। সেই সাথে আমার সর্বোচ্চ দিয়ে প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। সেজন্য সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সকলে আমার পাশে থাকবেন।
এ সময় এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]